নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি বিভিন্ন গণমাধ্যমকে জানান, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণ করা হলে কমিশনের কোনো আপত্তি নেই।
তার ভাষায়, নির্ধারিত সময়ের এক-দুদিন আগে বা পরে হলেও নির্বাচন হতে পারে-অর্থাৎ ওই সপ্তাহের মধ্যেই যেকোনো দিন ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।