৮ চিকিৎসককে সুখবর দিল বিএনপি

রাজনীতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আট চিকিৎসকের বাতিল হওয়া সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি।

বুধবার (৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘ইতোপূর্বে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামানকে চিকিৎসকদের সংগঠন ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবেনা মর্মে ঘোষণা দেয়া হয়েছিল।’

‘আজ উল্লিখিত চিকিৎসকবৃন্দের সেই সংশ্লিষ্টতা না থাকার ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। তারা এখন থেকে ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেকোন পর্যায়ের পদে সংশ্লিষ্ট হতে পারবেন।’

এর আগে গত ২৯ জুলাই এই আট চিকিৎসককে অব্যহতি দিয়েছিল বিএনপি।

১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলপন্থি চিকিৎসকদের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় ড্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *