মৃত্যুর পর দেশের মাটিতেই ঠাঁই চান শেখ হাসিনা, যা জানা গেল

রাজনীতি

ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, “আমি মারা গেলে নিজের দেশে আজিমপুর কবরস্থানে হলেও আমাকে দাফন করিও”—এমন আবেগঘন অনুরোধ করেছেন তিনি। এ-সংক্রান্ত একটি ফটোকার্ডে যুক্ত করা হয়েছে মূলধারার সংবাদমাধ্যম একাত্তর টিভি-এর লোগোও।

তবে রিউমর স্ক্যানার নামক ফ্যাক্টচেকিং সংগঠনের অনুসন্ধানে জানা যায়, এই তথ্যটি সঠিক নয়। একাত্তর টিভি এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি এবং শেখ হাসিনাও সাম্প্রতিক সময়ে এমন কোনো মন্তব্য করেননি।

রিউমর স্ক্যানার জানায়, যে ফটোকার্ডটি ছড়ানো হয়েছে তা মূলত ভুয়া। এটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত। মূল ফটোকার্ডে ছিল: “শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ”—যা একাত্তর টিভি ১৯ জুন তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছিল। ছড়ানো ভুয়া ফটোকার্ডে সেই মূল চিত্র, লোগো ও তারিখ ঠিক রেখে শুধুমাত্র লেখার অংশ বদলানো হয়েছে।

মূল প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানির জন্য অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দেয়। বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। কিন্তু সেই প্রতিবেদনে শেখ হাসিনার কথিত আজিমপুরে দাফনের অনুরোধের কোনো উল্লেখ নেই।

সবদিক বিবেচনায় বলা যায়, শেখ হাসিনার নামে ছড়ানো মন্তব্যটি গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানানো হয়েছে। তাই এ ধরনের তথ্য শেয়ার করার আগে যাচাই করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *