মসজিদে বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, পাত্রী যিনি

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ তার দীর্ঘদিনের প্রেমিকা শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেছেন। কনের সঙ্গে এনসিপি নেতার বিয়ে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৫ ডিসেম্বর) ধানমন্ডি তাকওয়া মসজিদে, বাদ মাগরিবের নামাজের পর।

পরিবার সূত্রে জানা গেছে, কনে শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক।

প্রথমে এই যুগলের বাগদান সম্পন্ন হয়েছিল ১৮ সেপ্টেম্বর, রাজধানীর কামরাঙ্গীরচরে কনের বাসায়, যেখানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন তার ফেসবুক পোস্টে বিয়ের ছবিসহ এই সুখবর শেয়ার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *