ভারতের ওষুধ কারখানায় ভয়াবহ আগুনে মৃত বেড়ে ৩৪

আন্তর্জাতিক

ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সিগাচি ইন্ডাস্ট্রিজের একটি ইউনিটে কাজ চলাকালীন সময়ে হঠাৎ ভয়ংকর বিস্ফোরণ ঘটে, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় ইউনিটে কর্মরত শ্রমিকদের অনেকেই আগুনে আটকে পড়েন এবং গুরুতর দগ্ধ হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা পরিতোষ পঙ্কজ জানান, ধ্বংসাবশেষের নিচ থেকে এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে, এক দগ্ধ শ্রমিকের ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে সিগাচি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে এবং কারখানার ভিতরে আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে নিরাপত্তা ত্রুটি ছিল কি না, সে দিকেও নজর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *