বিএনপি ত্যাগ করে নতুনভাবে ঝালকাঠী-১ আসনে লড়ার ঘোষণা ড. ফয়জুলের

Uncategorized

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন মালয়েশিয়া শাখার সাবেক সহ-সমাজকল্যাণ সম্পাদক ড. ফয়জুল হক। একই সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১২ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ড. ফয়জুল বলেন, “গভীর আবেগ ও বিবেচনার সঙ্গে আমি বিএনপি থেকে পদত্যাগ করছি। ন্যায়, মানবতা ও ধর্মীয় মূল্যবোধের পক্ষে অবস্থান নিতে গিয়ে আমাকে দলীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখা হয়েছে।”

তিনি জানান, ২০১৫ সালে বিএনপির মালয়েশিয়া কমিটিতে সহ-সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দেশে ও প্রবাসে তিনি বিএনপি, জামায়াত ও হেফাজতসহ ইসলামপন্থী সংগঠনের পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন।

সম্প্রতি বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে ড. ফয়জুল বলেন, “৫ আগস্টের ঘটনার পর দলের নেতৃত্ব বামঘেঁষা মতাদর্শে প্রভাবিত হয়ে ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়।”

তিনি আরও বলেন, “আমি পাথর ছুঁড়ে মানুষ হত্যা, সন্ত্রাস বা চাঁদাবাজিকে কখনোই সমর্থন করি না। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার নীতিতে আমি অটল থাকবো।”

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে ড. ফয়জুল জানান, তিনি ঝালকাঠী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার মূল লক্ষ্য হবে দলমত নির্বিশেষে মানুষের অধিকার, ধর্মীয় মূল্যবোধ এবং মানবতার পক্ষে কথা বলা।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তাঁদের অবদান আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবো।”

বিবৃতির শেষে তিনি সবাইকে তার জন্য দোয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক অঙ্গনের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *