নিষেধাজ্ঞা তুলে নিল ভারত, নতুন বিতর্ক শুরু

রাজনীতি

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানি কনটেন্টে দেওয়া নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে ভারত সরকার। এর ফলে আবারও পাকিস্তানের একাধিক জনপ্রিয় তারকা ও বিনোদন চ্যানেলের কনটেন্ট ভারতে দেখা যাচ্ছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে দেশটিতে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক সমালোচনা।

বর্তমানে ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীরা মাওরা হোকেন, ইয়ুমনা জাইদি, আহাদ রাজা মীর এবং ড্যানিশ তাইমুর-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন। যদিও ফাওয়াদ খান, মাহিরা খান ও হানিয়া আমির-এর অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে।

পাশাপাশি পাকিস্তানের জনপ্রিয় বিনোদন চ্যানেলগুলোর মধ্যে হাম টিভি, এআরওয়াই ডিজিটাল ও হার পাল জিও-এর কনটেন্ট ভারতীয় দর্শকদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে।

শুধু তাই নয়, সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব আখতার ও রশিদ লতিফ-এর ইউটিউব চ্যানেলও এখন ভারত থেকে অ্যাক্সেসযোগ্য।

এর আগে ৮ মে, পেহেলগামের ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে তথ্যপ্রযুক্তি বিধিমালা ২০২১-এর আওতায় পাকিস্তানি ওয়েব সিরিজ, গান, চলচ্চিত্র, পডকাস্টসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট ব্লক করে দেয়। সে সময় ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়, যার মধ্যে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের চ্যানেলও ছিল। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, শহীদ আফ্রিদি ও শোয়েব মালিকের চ্যানেলও সীমাবদ্ধ করা হয়।

কিন্তু এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে এখন ভারতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে।

তাদের ভাষায়, “এটি শুধু ডিজিটাল উপস্থিতি নয়, বরং আমাদের শহীদ সেনাদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা। যেসব পরিবার পেহেলগাম হামলায় স্বজন হারিয়েছে, তাদের আবেগে এই সিদ্ধান্ত সরাসরি আঘাত হেনেছে।”

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত সংস্কৃতি, কূটনীতি ও জাতীয় নিরাপত্তার সূক্ষ্ম ভারসাম্যের জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে বিতর্কের পাশাপাশি এটি রাজনৈতিক আলোচনাকেও জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *