ডিবি কার্যালয়ে সাদিক কায়েম

সারাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম অনলাইনে পরিকল্পিত অপপ্রচারের শিকার হয়েছেন।

ভুয়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তার বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করার অভিযোগে তিনি আইনি ব্যবস্থা নিতে ডিবি কার্যালয়ে উপস্থিত হন। সোমবার বিকেল ৩টার দিকে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা দফতরে যান। এ সময় ডাকসুর আরও কয়েকজন নেতা তার সঙ্গে ছিলেন।

ডিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়েরের পর গেটের সামনে সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মামলার ঘোষণা দেন সাদিক কায়েম। তিনি লেখেন, কিছু অজ্ঞাত ও নাম-না-জানা ভুঁইফোড় পেজ থেকে তার সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক তথ্য ছড়ানো হচ্ছে। এসব পেজ থেকে নকল ফটোকার্ড তৈরি করে তা ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *