চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর আটকে দিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। গাড়িবহর থামিয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের নামে স্লোগান দিতে দেখা যায় তাদের। একইসঙ্গে লোহাগড়ায় এনসিপির ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে।
এ ঘটনার প্রতিবাদে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
তিনি লিখেছেন, “যেমন লীগ গত ১৬ বছর ধরে করছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেইম পরিণতির জন্যে আপনারাও অপেক্ষা করুন।”