আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে ৩ নভেম্বর বিএনপি প্রথম পর্যায়ে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। একদিন পর মাদারীপুর-১ আসনের ঘোষিত প্রার্থীর নাম স্থগিত করা হয়েছিল।

সে হিসাবে মোট ২৭২ আসনে দলটির প্রার্থী ঘোষণা করা হল। বাদ বাকি ২৮ আসনের তালিকা ‘যথাসময়ে’ ঘোষণা করা হবে বলে বিএনপি মহাসচিব জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন, তাদেরগুলো এবং আমাদের দুই একটা ডিসিশন হবে, সেগুলো আমরা আরো পরে ঘোষণা করব। বাকিগুলো আমরা যথাসময়ে ঘোষণা করব।“

কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন

নতুন যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার মধ্যে আলোচিত ঢাকা-১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। সেজন্য তিনি ওই এলাকার ভোটার হওয়ারও আবেদন করেছেন।

বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী।

২০১৮ সালের নির্বাচনেও তিনি এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। সেবার তিনি ছিলেন গণফোরামে, জাতীয় ঐকফ্রন্ট থেকে নির্বাচন করায় বিএনপির প্রতীক নিয়ে লড়ার সুযোগ পেয়েছিলেন।

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে ডা. আব্দুস সালামকে, যিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব।

বরিশাল-৩ আসনে আগে প্রার্থী ঘোষণা না করায় আলোচনা তৈরি হয়েছিল, এ আসনটি বিএনপি শরিকদের ছেড়ে দিচ্ছে কি না। শেষ পর্যন্ত সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকেই প্রার্থী করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল-৫ আসনে। ছাত্রদল ও যুবদলের এই সাবেক সভাপতির নাম আগের তালিকায় না থাকায় আলোচনা তৈরি হয়েছিল।

ঢাকা-৭ আসনে বিএনপি প্রার্থী করেছে মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমানকে।

ঢাকা-১৮ আসনটি আগের তালিকায় ফঁকা রাখা হয়েছিল, ওই আসনে ধানের শীষ চেয়েছিলেন জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যিনি নভেম্বরের শুরুতে বিএনপিতে যোগ দেন। শেষ পর্যন্ত ওই আসনে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

গাজীপুর-১ আসনে বিএনপির মনোয়ন পেয়েছেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান।

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেখানে মনোনয়ন পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

চট্টগ্রাম-৩ আসনে সাবেক এমপি মোস্তফা কামাল পাশাকেই মনোনয়ন দিয়েছেন বিএনপি। আর চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে যার পদ দলীয় কোন্দল ও সংঘাতের কারণে স্থগিত করেছিল বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *