উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

আন্তর্জাতিক

প্রাইভেট বিমানে চড়ে পরিবারসহ ছুটি কাটাতে যাচ্ছিলেন এক ব্যক্তি। কিন্তু বিমানটি উড্ডয়নের মাত্র সাত মিনিট পরেই বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ধনাঢ্য শিল্পপতি জেমসে জিম ওয়েলার ও তার পরিবারের তিন সদস্য।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ১৪ জুন স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে ইয়াংসটাউন ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে চেসনা-৪৪১ মডেলের এই বিমানটি উড্ডয়ন করে। তবে মাত্র ৭ মিনিট পর বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল দূরে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, বিমানটি বোজম্যান, মন্টানার উদ্দেশে যাত্রা করেছিল। ধনাঢ্য শিল্পপতি জেমস জিম ওয়েলার ও তার পরিবার ছুটি কাটাতে সেখানে যাচ্ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে দুজন অভিজ্ঞ পাইলট ও চারজন যাত্রী ছিলেন। তবে তাদের কেউই বেঁচে নেই। এটি সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ঘটানো সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা বলে জানিয়েছে প্রশাসন।

কর্তৃপক্ষ আরও বলছে, দুর্ঘটনার কারণ জানতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং FAA যৌথভাবে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *